হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্যবসায়ী হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের বাসিন্দা জহির প্রকাশ সালাহ উদ্দিন (২৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহতের বড় বোন মোসা. পারুল আক্তার বাদী হয়ে হোমনা থানায় এ মামলা করেন।

এতে আছাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান ও তাঁর ভাতিজা মো. মোকবল পাঠানসহ এজাহারনামীয় ২৩ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। মো. মোকবল গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জহির প্রকাশ সালাহ উদ্দিনের ময়নাতদন্ত শেষে হয়েছে। গতকাল শুক্রবার রাতে জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম ঘনিয়ারচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত জহির ঘনিয়ারচর গ্রামের মো. রেণু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডিশ ব্যবসায়ী ছিলেন। 

মামলার এজাহার ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জহির ওয়াইফাই লাইনের সংস্কারকাজ শেষে রাত সাড়ে ৭টায় নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তেভাগিয়া বেইলি ব্রিজের ওপর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পরপর রাত ১২টার দিকে তিনি মারা যান। বিগত ইউপি নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হামলা করা হয়েছিল বলে জানা যায়। 

নিহতের বোন পারুল আক্তার জানান, কারা তাঁকে হত্যা করেছে, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার নিহত ভাই তাদের কাছে সব বলে গেছেন এবং সেগুলো মোবাইলে রেকর্ড করা হয়েছে। পারুল আক্তারের অভিযোগ, খুনিরা তাঁর ভাইকে হত্যা করে রাতে এলাকায় এসে আতশবাজি ফুটিয়ে আনন্দ-ফুর্তি করে। এ সময় তাঁরা বলতে থাকেন, ‘এবার সব শেষ করে দিয়েছি।’ এ সময় তিনি বিলাপ করতে করতে তাঁর ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ডিশ ব্যবসায়ী হত্যায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল