হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্যবসায়ী হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের বাসিন্দা জহির প্রকাশ সালাহ উদ্দিন (২৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহতের বড় বোন মোসা. পারুল আক্তার বাদী হয়ে হোমনা থানায় এ মামলা করেন।

এতে আছাদপুর ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন পাঠান ও তাঁর ভাতিজা মো. মোকবল পাঠানসহ এজাহারনামীয় ২৩ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। মো. মোকবল গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত জহির প্রকাশ সালাহ উদ্দিনের ময়নাতদন্ত শেষে হয়েছে। গতকাল শুক্রবার রাতে জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম ঘনিয়ারচরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত জহির ঘনিয়ারচর গ্রামের মো. রেণু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডিশ ব্যবসায়ী ছিলেন। 

মামলার এজাহার ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জহির ওয়াইফাই লাইনের সংস্কারকাজ শেষে রাত সাড়ে ৭টায় নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় তেভাগিয়া বেইলি ব্রিজের ওপর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে স্থানীয় লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পরপর রাত ১২টার দিকে তিনি মারা যান। বিগত ইউপি নির্বাচন নিয়ে পূর্ব বিরোধের এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই হামলা করা হয়েছিল বলে জানা যায়। 

নিহতের বোন পারুল আক্তার জানান, কারা তাঁকে হত্যা করেছে, হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর তার নিহত ভাই তাদের কাছে সব বলে গেছেন এবং সেগুলো মোবাইলে রেকর্ড করা হয়েছে। পারুল আক্তারের অভিযোগ, খুনিরা তাঁর ভাইকে হত্যা করে রাতে এলাকায় এসে আতশবাজি ফুটিয়ে আনন্দ-ফুর্তি করে। এ সময় তাঁরা বলতে থাকেন, ‘এবার সব শেষ করে দিয়েছি।’ এ সময় তিনি বিলাপ করতে করতে তাঁর ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, ডিশ ব্যবসায়ী হত্যায় থানায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ

থানচিতে ভিডব্লিউবি কর্মসূচি: সরকারি সঞ্চয়ের টাকা পাচ্ছেন না ১২০০ নারী

মাতারবাড়ী ও চট্টগ্রাম বন্দর পরিদর্শনে আশিক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক গুলিবিদ্ধ

৩০৮৫ কোটি টাকা আত্মসাতে এস আলম ও জনতা ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলা