হোম > অপরাধ > চট্টগ্রাম

দুই রোহিঙ্গা নেতা হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার রাত ১টায় পাঁচজনের নাম উল্লেখ করে এই মামলা করা হয়। 

নিহত আবু তালেবের স্ত্রী তৈয়বা খাতুন (৩০) বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে আরও সাত-আটজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, মামলায় জামতলী রোহিঙ্গা শিবিরের জাফর আলমের ছেলে মাহামুদুল হাসান (২৭),  সোনা আলীর ছেলে শাহ মিয়া (৩২) ও তাঁর ভাই আবুল কালাম (২৫), রশিদ আহম্মেদের ছেলে জাফর আলম (৫৪) ও তাঁর ছেলে মো. সোয়াইবকে (২৫) আসামি করা হয়েছে। 

এদিকে রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে একজন মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর সি ব্লকের হেড মাঝি (নেতা) আবু তালেব (৪০) এবং সাব মাঝি সৈয়দ হোসেন (৩৫) মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো কাজকর্ম শেষে  ব্লক-সি/ ৯-এর আছিয়া খাতুনের ঘরের সামনে বাঁশের মাচার ওপর বসে ব্লকের রাতের বেলায় পাহারাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। রাত  ১১টা ৪০ মিনিটে এজাহারনামীয় আসামিসহ সাত-আটজন অজ্ঞাতনামা বন্দুকধারী মুখে গামছা বেঁধে তাঁদের এলোপাতাড়ি গুলি করে। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে। এতে আবু তালেবের গলায় দুটি এবং বুকের পাঁজরে একটি এবং সাব-মাঝি সৈয়দ হোসেনের গলায় একটি গুলি লাগে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর রাতেই মৃত্যু হয়। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল