হোম > অপরাধ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে বাঁশ কাটা নিয়ে ধাক্কাধাক্কিতে নিহত ১, থানায় মামলা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বাঁশ কাটাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আবুল হাসেম রিপন (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল জাব্বারের ছেলে। এ ঘটনায় গতকাল রাতেই চারজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেছেন রিপনের স্ত্রী রুনা বেগম। আজ সকালে ময়নাতদন্তের জন্য আবুল হাসেম রিপনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা। 

ওসি শুভ রঞ্জন চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ রিপনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে মরদেহটি কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রাতেই রিপনের স্ত্রী রুনা বেগম চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবুল হাসেম রিপনের সঙ্গে নূরুল আমিনের জমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিরোধপূর্ণ জমিতে ঝাড় থেকে বাঁশ কাটছিলেন নূরুল ইসলাম। এ সময় তাঁকে বাধা দেন আবুল হাসেম রিপন। এ নিয়ে নিয়ে দুজনের মধ্যে হয় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরুল ইসলাম সজোরে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে পড়েন আবুল হাসেম রিপন। পরে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর গতকাল রাতেই রিপনের স্ত্রী রুনা বেগম চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। 

এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন বলেন, ‘দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছে। আবুল হাসেম রিপন বেশ কিছুদিন আগে হার্টে বাইপাস সার্জারি করেছেন। গতকাল বিকেলে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে নূরুল আমিনের ধাক্কায় আবুল হাসেম রিপন মাটিতে লুটে পড়েন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল