হোম > অপরাধ > চট্টগ্রাম

সাংবাদিক পলাশকে হত্যার মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের মাসিমনগরে স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, আবু ইউসুফ ও আবু ছায়েদ। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি সদর উপজেলার মাসুমনগর এলাকায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে সদর নোয়াখালী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান পলাশ। একই বছরের ১৬ জানুয়ারি পলাশের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৭ অক্টোবর আবু ইউসুফ ও আবু ছায়েদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ