হোম > অপরাধ > চট্টগ্রাম

সাংবাদিক পলাশকে হত্যার মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের মাসিমনগরে স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, আবু ইউসুফ ও আবু ছায়েদ। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি সদর উপজেলার মাসুমনগর এলাকায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে সদর নোয়াখালী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান পলাশ। একই বছরের ১৬ জানুয়ারি পলাশের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৭ অক্টোবর আবু ইউসুফ ও আবু ছায়েদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। 

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল

রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার, মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি