হোম > অপরাধ > চট্টগ্রাম

সাংবাদিক পলাশকে হত্যার মামলায় দুই আসামির ১০ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদরের মাসিমনগরে স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, আবু ইউসুফ ও আবু ছায়েদ। রায়ের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি সদর উপজেলার মাসুমনগর এলাকায় জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন স্থানীয় সাংবাদিক শাহ মনির পলাশ। পরে গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে সদর নোয়াখালী হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান পলাশ। একই বছরের ১৬ জানুয়ারি পলাশের বাবা মনিরুল ইসলাম বাদী হয়ে তিনজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৭ অক্টোবর আবু ইউসুফ ও আবু ছায়েদকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাংবাদিক পলাশ হত্যা মামলায় দুই আসামির ১০ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। 

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত