হোম > অপরাধ > চট্টগ্রাম

‘হুজুর বেয়াদবি কাজ করেছে, তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘সিহাব হুজুর বেয়াদবি কাজ করে, আমি অসুস্থ হয়ে পড়েছি; তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি।’ এভাবেই বলছে এগারো বছরের শিশুটি। সে চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। 

গতকাল রোববার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনকে এসব কথা বলে জাহেদুল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কথাগুলো সঠিক নয়, সিহাব হুজুর ছুটিতে আছেন। 

স্থানীয়রা জানান, শিশুটি বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার উত্তর দিকে সড়কের পাশের একটি দোকানে বসে কাঁদছিল। লোকজন তার কাছে কারণ জানতে চাইলে জানায়, সে মায়ের কাছে যাবে কিন্তু টাকা নেই। পরে জানায়, সে বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছাত্র, সিহাব হুজুর বেয়াদবি কাজ করেছে, সে অসুস্থ হয়ে পড়লে ওষুধও খাওয়ায়, তাই পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়রা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। 

এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমার ছেলে হুজুরের অধীনে আছে। সিহাব হুজুর কী করছে সেটা আমি জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা কথা বলতেছে। দুই বছর ধরে ওই মাদ্রাসায় পড়ছে, কখনো পালিয়ে আসেনি। এবার বাড়ি আসার পর সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, আমি তাকে অনেক বুঝিয়ে মাদ্রাসায় রেখে এসেছি। এখন হুজুর বলছেন, ছেলেটি হুজুরের বিষয়ে বদনাম করায় ওই মাদ্রাসায় আর রাখবে না।’ 

জানতে চাইলে মাদ্রাসার পরিচালক মো. সাইফুল্লাহ্ মোবাইল ফোনে আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার নম্বর কে দিয়েছে সেটা বলেন।’ এরপর কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

আরও খবর পড়ুন:

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল