হোম > অপরাধ > চট্টগ্রাম

‘হুজুর বেয়াদবি কাজ করেছে, তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

‘সিহাব হুজুর বেয়াদবি কাজ করে, আমি অসুস্থ হয়ে পড়েছি; তাই মাদ্রাসা থেকে পালিয়ে যাচ্ছি।’ এভাবেই বলছে এগারো বছরের শিশুটি। সে চট্টগ্রামের আনোয়ারা বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। 

গতকাল রোববার মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনকে এসব কথা বলে জাহেদুল। তবে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, কথাগুলো সঠিক নয়, সিহাব হুজুর ছুটিতে আছেন। 

স্থানীয়রা জানান, শিশুটি বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার উত্তর দিকে সড়কের পাশের একটি দোকানে বসে কাঁদছিল। লোকজন তার কাছে কারণ জানতে চাইলে জানায়, সে মায়ের কাছে যাবে কিন্তু টাকা নেই। পরে জানায়, সে বখতিয়ারপাড়া তরতীলুল কোরআন মাদ্রাসার ছাত্র, সিহাব হুজুর বেয়াদবি কাজ করেছে, সে অসুস্থ হয়ে পড়লে ওষুধও খাওয়ায়, তাই পালিয়ে যাচ্ছে। পরে স্থানীয়রা তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেয়। 

এ বিষয়ে শিশুটির মা বলেন, ‘আমার ছেলে হুজুরের অধীনে আছে। সিহাব হুজুর কী করছে সেটা আমি জানি না। ছেলেকে জিজ্ঞেস করলে সে উল্টাপাল্টা কথা বলতেছে। দুই বছর ধরে ওই মাদ্রাসায় পড়ছে, কখনো পালিয়ে আসেনি। এবার বাড়ি আসার পর সে মাদ্রাসায় যেতে চাচ্ছে না, আমি তাকে অনেক বুঝিয়ে মাদ্রাসায় রেখে এসেছি। এখন হুজুর বলছেন, ছেলেটি হুজুরের বিষয়ে বদনাম করায় ওই মাদ্রাসায় আর রাখবে না।’ 

জানতে চাইলে মাদ্রাসার পরিচালক মো. সাইফুল্লাহ্ মোবাইল ফোনে আজকের পত্রিকা’কে বলেন, ‘আমার নম্বর কে দিয়েছে সেটা বলেন।’ এরপর কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

আরও খবর পড়ুন:

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি