কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে বড় ভাই ও তাঁর দুই ছেলেকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তাঁদের আটক করা হয়। এর আগে সকাল ৯টায় চকরিয়া পৌরসভার করিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৪৫)। তিনি পৌরসভার করিয়াঘোনা এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে।
আটকেরা হলেন—গিয়াস উদ্দিনের বড় ভাই শাহাবুদ্দিন (৫১) ও তাঁর দুই ছেলে সাজ্জাদ (২৬), সাঈদী (২২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাবুদ্দিন ও গিয়াস উদ্দিনের মধ্যে মায়ের জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে গিয়াস উদ্দিনের পালন করা মুরগি শাহাবুদ্দিনের উঠানে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় দা, লাঠিসোঁটা ও গাছের বাটাম নিয়ে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে শাহাবুদ্দিন ও তাঁর দুই ছেলে গিয়াস উদ্দিনকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ পর্যায়ে গিয়াস উদ্দিন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে শাহাবুদ্দিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর শাহাবুদ্দিন, তাঁর দুই ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।