হোম > অপরাধ > চট্টগ্রাম

বকেয়া টাকা চাওয়ায় দোকানিকে হত্যাচেষ্টা, যুবক আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বকেয়া টাকা চাওয়ায় মুদি দোকানি রাজা মিয়াকে (৬৫) জবাই করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় দোকানদারকে উদ্ধার করতে এলে শিশুসহ আরও তিনজনকে কুপিয়েছে ওই যুবক। পরে পুলিশ ওই অভিযুক্ত যুবককে আটক করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। 

আজ রোববার সকাল সাড়ে ৯টায় মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড মধ্যম মঘাদিয়া এলাকার রাজা মিয়ার দোকানে এই ঘটনা ঘটে। রাজা মিয়া ওই এলাকার মৃত আমিনুর রহমানে ছেলে। 

আহত অন্যরা হলেন—ওই এলাকার জামাল উল্লার ছেলে ফখরুল ইসলাম (৪২), একই এলাকার মৃত মোজাম্মেল হোসেনের ছেলে ওবায়দুল্লাহ হাসিব (১৩) ও একটি বেকারির কর্মচারী মো. ইউসুফ (৩৫)। আহতদের মধ্যে রাজা মিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। অন্য তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

অভিযুক্ত যুবকের নাম সাইদুল ইসলাম রাসেল (২৮)। তিনি একই এলাকার শামসুল আলমের ছেলে। 

রাজা মিয়ার ভাতিজা সাবেদুর রহমান বলেন, ‘আমার চাচা রাজা মিয়ার দোকান থেকে রাসেল প্রায় ১০ হাজার টাকা বকেয়া করে। গতকাল সন্ধ্যায় বকেয়া টাকা চাওয়ার কারণে আজ রোববার সকালে এসে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়ি কোপাতে থাকে রাসেল। এ সময় দৌড়ে দোকানে বাইরে গেলে রাস্তার ওপর ফেলে গলাই ছুরি দিয়ে জবাইয়ের চেষ্টা করে। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন বাঁচাতে এগিয়ে এলে আরও তিনজনকে কুপিয়েছে রাসেল।’ 

তিনি আরও বলেন, পুরো দোকান রক্তে লাল হয়ে গেছে। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক। বাঁচার সম্ভাবনা কম। 

মিরসরাই পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আল ফাইয়াত সংগ্রাম বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসি। বকেয়া টাকা চাওয়ায় এভাবে জবাই করে দেওয়া ভাবতে অবাক লাগছে।’ 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া এলাকায় বকেয়া টাকা চাওয়ায় এক ব্যবসায়ীসহ কয়েকজনকে কুপিয়ে আহত করার ঘটনায় সাইদুল ইসলাম রাসেল নামে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি ছুরি জব্দ করা হয়। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম