হোম > অপরাধ > চট্টগ্রাম

নিখোঁজ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার

প্রতিনিধি

উখিয়া (কক্সবাজার): কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজের তিনদিন পর এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে । গতকাল শনিবার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটি উখিয়ার ৭নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি ৭–এর বাসিন্দা ছলিম উল্লাহর মেয়ে উম্মে জমিলা (৮)।

শিশুটির পরিবার জানিয়েছে, গত ২৮ এপ্রিল ৭নং ক্যাম্পের ব্লক-বি/১০–এ অন্য শিশুদের সাথে খেলতে যায়। এরপর আর বাসায় ফেরেনি জমিলা। নিখোঁজের পরের দিন ২৯ এপ্রিল রাতে শিশুটির প্রতিবেশী মোহাম্মদ উল্লাহর ফোনে এক ব্যক্তি ফোন দিয়ে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটির বাবা কথামতো ৩০ এপ্রিল বিকাশে পাঁচ হাজার টাকা পাঠান। টাকা দেওয়ার পরেও সন্তান ফেরত না পেয়ে শনিবার ছলিম উল্লাহ উখিয়া থানায় জিডি করেন।

একইদিন বিকালে নাইক্ষ্যংছড়ি থানার ঘুমধুম এলাকায় ইয়াহিয়া গার্ডেনের ভেতরে একটি শিশুর মরদেহ পড়ে থাকার সংবাদ পেয়ে শিশুটির মামা ঘটনাস্থলে যান। সেখানে লাশের পাশে থাকা পোশাক দেখে জমিলা বলে শনাক্ত করেন তিনি।

এপিবিএন ১৪–এর অধিনায়ক নাঈমুল হক বলেন, লাশটি এপিবিএন উদ্ধার করে সুরতহালের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

এপিবিএন ইন্টেলিজেন্স টিম বিকাশ নম্বরটি শনাক্ত করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান নাঈমুল হক।

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট