হোম > অপরাধ > চট্টগ্রাম

বাজারে যাওয়ার পথে নিখোঁজ, গলার সঙ্গে হাঁটু বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ষাটোর্ধ্ব দুবাইপ্রবাসী নুর মোহাম্মদ গত ২৬ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। 

আজ শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়ার ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযুক্ত কাটাখালী খালে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গলার সঙ্গে হাঁটু ভাঁজ করে গামছা দিয়ে বাঁধা ছিল। 

নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিকদারবাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের ছেলে। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, লাশ উদ্ধারের খবর পেয়ে ওই প্রবাসীর ছেলে এসে তাঁর বাবার লাশ বলে শনাক্ত করেন। 

নুর মোহাম্মদের ছেলে ইসমাম নূর গণমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ মার্চ বিকেলে হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। এরপর থেকে তাঁর বাবার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন, ‘প্রবাসীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি