হোম > অপরাধ > চট্টগ্রাম

কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার উলুবনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ডুলাহাজার বাসিন্দা। 

চকরিয়া থানা-পুলিশ ও কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ঘটনার পরপরই কলেজছাত্রীর পরিবার মামলার করার প্রস্তুতি নেন। ওই ছাত্রীর পরিবারকে আইনের আশ্রয় নিলে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন অভিযুক্তের পরিবার। পরে কলেজছাত্রীর পরিবার ভয়ে চুপ হয়ে যায়। 

কয়েক দিন আগে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে ওই কলেজছাত্রীকে থানা-পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নামে। গতকাল রাত ১১টার দিকে ডুলাহাজারা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করা হয়েছে। হৃদয় মামলার প্রধান আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী