হোম > অপরাধ > চট্টগ্রাম

কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার উলুবনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ডুলাহাজার বাসিন্দা। 

চকরিয়া থানা-পুলিশ ও কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ঘটনার পরপরই কলেজছাত্রীর পরিবার মামলার করার প্রস্তুতি নেন। ওই ছাত্রীর পরিবারকে আইনের আশ্রয় নিলে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন অভিযুক্তের পরিবার। পরে কলেজছাত্রীর পরিবার ভয়ে চুপ হয়ে যায়। 

কয়েক দিন আগে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে ওই কলেজছাত্রীকে থানা-পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নামে। গতকাল রাত ১১টার দিকে ডুলাহাজারা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করা হয়েছে। হৃদয় মামলার প্রধান আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি