হোম > অপরাধ > চট্টগ্রাম

কলেজছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে তরুণ গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ ও ভিডিও চিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাহরিয়াজ মোহাম্মদ হৃদয় (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার উলুবনিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা ডুলাহাজার বাসিন্দা। 

চকরিয়া থানা-পুলিশ ও কলেজছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত মে মাসে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোর করে তুলে নিয়ে নির্জন স্থানে ধর্ষণ ও ভিডিও ধারণ করা হয়। ঘটনার পরপরই কলেজছাত্রীর পরিবার মামলার করার প্রস্তুতি নেন। ওই ছাত্রীর পরিবারকে আইনের আশ্রয় নিলে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন অভিযুক্তের পরিবার। পরে কলেজছাত্রীর পরিবার ভয়ে চুপ হয়ে যায়। 

কয়েক দিন আগে ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি পুলিশের নজরে এলে ওই কলেজছাত্রীকে থানা-পুলিশ হেফাজতে নেয়। অভিযুক্ত তরুণকে ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নামে। গতকাল রাত ১১টার দিকে ডুলাহাজারা থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, ধর্ষণের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করা হয়েছে। হৃদয় মামলার প্রধান আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল