হোম > অপরাধ > চট্টগ্রাম

পুলিশের হাতে আটক চার জুয়াড়ি ‘হাতকড়াসহ’ পালিয়েছে 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

বাজারে বসে জুয়া খেলার সময় চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। পথে সিএনজিচালিত অটোরিকশা থেকে ‘হাতকড়াসহ’ ওই চার জুয়াড়ি পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার রাতে নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের চরহাসান ভূঁইয়া হাট-কলারহাট বাজার সড়কে এ ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আটক ব্যক্তিদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করলেও হাতকড়াসহ পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।

ওসি বলেন, চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর হোসেনের নেতৃত্বে চারজনকে আটকের পর থানায় আনার সময় তারা পালিয়ে যায়। মাত্র একজন কনস্টেবল থাকায় এমন ঘটনা ঘটেছে। তবে হাতকড়া থানায় জমা দিয়েছেন এসআই নুর হোসেন। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটক ব্যক্তিদের নাম-ঠিকানা লিপিবদ্ধ না করায় তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি চরজব্বার থানার পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল রাত ৯টার দিকে চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাটে মোবাইল অ্যাপে জুয়া খেলছিল চারজন। এ সময় তাদের আটক করেন চরজব্বার থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন। পরে তাদের হাতকড়া পরিয়ে অটোরিকশায় করে মূল সড়ক দিয়ে না নিয়ে বিকল্প সড়কে থানায় নেওয়ার পথে চরহাসান ভূঁইয়ার হাট-কলারহাট বাজার সড়কে পৌঁছালে পুলিশের হাতকড়াসহ পালিয়ে যায় তারা।

এসআই নুর হোসেনের কাছে ঘটনার বিষয়ে জানতে ফোন করলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ