হোম > অপরাধ > চট্টগ্রাম

স্কুলছাত্রকে নির্যাতন ও টিসি দেওয়ার ঘটনায় ২ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে স্কুলছাত্রকে নির্যাতনের পর ছাড়পত্র (টিসি) দেওয়ার ঘটনায় দুই শিক্ষকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ওই দুই শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

গতকাল সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল কমলনগর আদালতের বিচারক তারেক আজিজ এ আদেশ দেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আদালত মামলা করেছেন। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী হুমায়ুন।

আইনজীবী হুমায়ুন বলেন, ‘ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা করেছে। আদালত তাদের আর্জিটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

অভিযুক্ত দুই শিক্ষক হলেন—উপজেলার চর লরেন্স উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন ও সহকারী শিক্ষক রেজাউল করিম।

প্রসঙ্গত, গত ১ জুন (বৃহস্পতিবার) সকালে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয়ের অফিসরুমে ডেকে নির্যাতনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই ছাত্রের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের ভাতিজির সঙ্গে ভুক্তভোগী ওই ছাত্রের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রকে মারধর করে জোরপূর্বক বিদ্যালয় ত্যাগের ছাড়পত্র (টিসি) দেন ওই শিক্ষকেরা।

ভুক্তভোগীর স্বজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন সকালে বিদ্যালয় যায় সজল। পরে স্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম তাকে প্রধান শিক্ষক দোলনের কাছে নিয়ে যান। এ সময় স্কুলে অনুপস্থিতির কথা জানতে চাইলে চুপ থাকে সজল।

একপর্যায়ে তাকে (সজল) বেধড়ক মারধর করেন সহকারী শিক্ষক রেজাউল করিম ও প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন। এতে গালে, মাথায় ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয় সজল। পরে তাকে টিসি ধরিয়ে দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়।

নির্যাতনের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন বলেন, ‘ওই ছাত্র বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং করেছে।’ 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওয়ারেন্টের কপি এখনো থানায় আসেনি, তবে মামলার বিষয়টা শুনেছি। আদেশ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ