হোম > অপরাধ > চট্টগ্রাম

দুই মেয়ের বাল্যবিবাহ ঠেকিয়ে দিলেন মা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

মায়ের চেষ্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুই মেয়ে। বড় বোনের বয়স ১৭ এবং ছোট বোনের বয়স ১৪ বছর। তারা স্থানীয় একটি বিদ্যালয়ে যথাক্রমে নবম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। 

সম্প্রতি তাদের বাবা দুজনকেই বিয়ে দেওয়ার প্রস্তুতি নেন। সংবাদ পেয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম সশরীরে উপস্থিত হয়ে দুই বোনের বিয়ে ভেঙে দেন। সেই সঙ্গে তাদের মধ্যপ্রাচ্য প্রবাসী বাবার কাছ থেকে অঙ্গীকারনামা নেন। 

গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ৯নং গড়দুয়ারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নজির আহম্মদ সারাংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। 

দুই মেয়ের মা বলেন, ‘দুই মেয়ে পড়ালেখা চালিয়ে যাবে। ১৮ বছরের আগে মেয়েদের বিয়ে দিব না। কিন্তু বাবা মেয়েদের বিয়ে দিতে চান। বুধবার বিকেলে ইউএনওর হস্তক্ষেপে মেয়ের বাল্যবিবাহ বন্ধ করি।’ 

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারীর ইউএনও মো. শাহিদুল আলম বলেন, ‘উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে অপ্রাপ্তবয়স্ক দুই আপন বোনকে তাদের বাবা বিয়ে দিচ্ছেন। খবরটি মেয়েদের মা আমাকে জানালে তাৎক্ষণিক তাদের বাড়িতে গিয়ে এই বিয়ে বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়।’ 

বুধবার রাতে বাবা-মা দুজনকেই ইউএনওর কার্যালয়ে ডেকে এনে বাল্যবিবাহের আইন সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বাবা বিষয়টি বুঝতে পেরে মুচলেকা দেন। মুচলেকায় তিনি মেয়েরা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে লিখিত অঙ্গীকার করেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০