হোম > অপরাধ > চট্টগ্রাম

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. রেজাউল করিম (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওই ইউনিয়নের খোশকান্দি গ্রামের সাইজুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে খোশকান্দি গ্রামের হারুনের চায়ের দোকানে একই গ্রামের মো. শরীফের (১৮) সঙ্গে আলী জব্বারের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী জব্বার শরীফকে মারধর করেন।

এদিকে মারধরের সংবাদ পেয়ে শরীফের চাচাতো ভাই রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসা করলে তাঁকেও মারধর করেন। একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে খোশকান্দি গ্রামের কাঠমিস্ত্রি মো. জহির, কফুল মিয়ার ছেলে আলী জব্বার, হাসেম খান, মানজুসহ ২০ থেকে ২৫ জন শরীফ ও রেজাউল করিমকে মারধর করে পালিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, খবর পেয়ে আহতদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ