হোম > অপরাধ > চট্টগ্রাম

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. রেজাউল করিম (২৯) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের খোশকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওই ইউনিয়নের খোশকান্দি গ্রামের সাইজুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে খোশকান্দি গ্রামের হারুনের চায়ের দোকানে একই গ্রামের মো. শরীফের (১৮) সঙ্গে আলী জব্বারের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আলী জব্বার শরীফকে মারধর করেন।

এদিকে মারধরের সংবাদ পেয়ে শরীফের চাচাতো ভাই রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসা করলে তাঁকেও মারধর করেন। একপর্যায়ে লাঠিসোঁটা দিয়ে খোশকান্দি গ্রামের কাঠমিস্ত্রি মো. জহির, কফুল মিয়ার ছেলে আলী জব্বার, হাসেম খান, মানজুসহ ২০ থেকে ২৫ জন শরীফ ও রেজাউল করিমকে মারধর করে পালিয়ে যান।

স্থানীয়রা আরও জানান, খবর পেয়ে আহতদের স্বজনেরা তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে রেজাউল করিম মারা যান।

গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে জানান, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত