হোম > অপরাধ > চট্টগ্রাম

পরকীয়া সন্দেহ ও টাকার জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

চাঁদপুর প্রতিনিধি

বন্ধুর স্ত্রীর সঙ্গে পরকীয়া ও নগদ ১০ হাজার টাকার জন্য বন্ধু সালাউদ্দিনের হাতে খুন হন ফরিদ উদ্দিন ভূঁইয়া। এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সালাউদ্দিন ভূঁইয়া (৩৯) ও তাঁর সহযোগী আবদুর রহমানকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তাঁদের আদালতের মাধ্যমে চাঁদপুর কারাগারে পাঠানো হয়।

এর আগে গত শনিবার তাঁর নিজ বসতঘর থেকে গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। আজ দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ। 

পুলিশ সুপার বলেন, হত্যাকাণ্ডের সহযোগী আব্দুর রহমানকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বীকারোক্তিতে প্রধান আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার আরও বলেন, ফরিদ ও সালাউদ্দিন বন্ধু ছিলেন। সালাউদ্দিন দ্বিতীয় বিয়ে করায় তিনি মাঝে মাঝেই তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে চট্টগ্রামে থাকতেন। এই সুযোগে ফরিদের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর সম্পর্ক আছে বলে সন্দেহ হয় সালাউদ্দিনের। তা ছাড়া, ঘটনার দিন রাতে ফরিদের মানিব্যাগে তিনি নগদ ১০ হাজার টাকা দেখতে পান। এই টাকার লোভে ও স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহের বশবর্তী হয়ে সালাউদ্দিন তাঁর সহযোগীকে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। এরপর বঁটি দিয়ে উপর্যুপরি আঘাত করে ফরিদকে হত্যা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ, ডিআইও-১ মনিরুল ইসলাম, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ হোসেন।

 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট