হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঢিল ছোড়া’ নিয়ে ৩ ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢিল ছোড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে টেঁটা ও লাঠিসোঁটার আঘাতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই সংঘর্ষ চলে তিন ঘণ্টাব্যাপী। 

মনির (৩০), রনি (৩২), মাহফুজ (৩০), বোরহান (৪৬), রুবেল (২৫) ফারুক (৩০), রামিমসহ (১৫) আহত ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। 

স্থানীয়রা জানান, পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নুর আলী-আইয়ুব ও মতি-জাফর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নুর আলী ও আইয়ুব এক গ্রুপের ছিলেন। এদিকে মতি ও জাফরের আলাদা একটি গ্রুপ রয়েছে। প্রায়ই তাঁরা দ্বন্দ্বে জড়িয়ে পড়তেন। গতকাল সোমবার নুর আলীর বাড়িতে কে বা কারা ঢিল ছোড়ে। মতি-জাফরেরা ঢিল ছোড়েন বলে দাবি করেন নুর আলী-আইয়ুব। এ নিয়ে আজ সকালে উভয় পক্ষে বাগ্‌বিতণ্ডায় হয়। সকাল ৮টার দিকে উভয় পক্ষের অন্তত ৩০০ জন টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় অর্ধশতাধিক লোক আহত হন। 

সরাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমানের বলেন, ঢিল ছোড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে। ইতিমধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ