চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ মামলা করেছে। আজ মঙ্গলবার সকালে খুলশী থানায় এ মামলা দায়ের করেন স্থানীয় যুবলীগ নেতা খালেকুজ্জামান বাবু। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
অভিযুক্তরা হলেন- মো. হানিফ ওরফে পিচ্চি হানিফ (৩৮), মো. ওয়াসিম (৩৫), ডেস্কি শরিফ (৩০), তুহিন (২৭), ইব্রাহিম খলিল বাপ্পি (২৭), মারুফ ওরফে বাইট্টা মারুফ (২৬) ও নওশাদ (২৫)। অভিযুক্তরা সবাই লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলমের অনুসারী বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সোমবার রাত ৯টার দিকে সিটি করপোরেশনের লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলাল এবং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
মামলার বাদী খালেকুজ্জামান বাবু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। গতকাল রাতে এ ঘটনা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে। ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে লালখান বাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুজনকে আটক করা হয়েছে। পরে জানা গেছে তাঁরা সংঘর্ষের সঙ্গে জড়িত নন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার উদ্দেশ্যে মারধর, গুরুতর জখম, চুরি ও হুমকি প্রদানের অপরাধে বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।