হোম > অপরাধ > চট্টগ্রাম

র‍্যাব পরিচয়ে ছিনতাই করতেন তাঁরা  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় র‍্যাব পরিচয়ে ছিনতাইয়ের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের সরঞ্জাম ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাজপাট এলাকার মো. সুমন মুন্সি (৩২) এবং খুলনার কয়রা উপজেলার আংটিয়ারী এলাকার ফারুক হোসেন (৩৭)।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সুমন মুন্সি নিজেকে সেনাবাহিনীর বহিষ্কৃত নায়েক এবং ঢাকার মোহাম্মদপুর র‍্যাব-২ ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত বলে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ অন্তত সাতটি মামলা রয়েছে। 

এ ছাড়া ফারুক হোসেনও নিজেকে সেনাবাহিনীর বহিষ্কৃত সিপাহি এবং সংস্থাটির শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর কারাভোগ করেছেন বলে স্বীকার করেছেন।

শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ার এলাকায় কতিপয় দুর্বৃত্ত র‍্যাব পরিচয়ে ছিনতাই করছে। এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া দিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে লুণ্ঠিত নগদ ২ হাজার ১১৫ টাকা ও তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এ ছাড়া র‍্যাব লেখা সংবলিত দুটি জ্যাকেট, এক জোড়া হাতকড়া, র‍্যাবের ভুয়া পরিচয়পত্র,  একটি ওয়াকিটকি সেট ও সেনাবাহিনীর মনোগ্রাম সংবলিত একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান শেখ মোহাম্মদ আলী।

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু