হোম > অপরাধ > চট্টগ্রাম

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুক লাইভে এমপির পিএস, সমালোচনায় ভিডিও ডিলিট

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার বক্তার মুন্সি ফাজিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। পরীক্ষার শুরুতে কেন্দ্র পরিদর্শনের সময় প্রায় ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও করেন তাঁর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া। পরে অবশ্য সমালোচনার মুখে ওই ভিডিও নিজের আইডি থেকে মুছে ফেলেন শাহাদাত হোসেন। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন আজকের পত্রিকাকে বলেন, হল পরিদর্শন স্থানীয় সংসদ সদস্য হিসেবে করতে পারেন। পরীক্ষার কেন্দ্রে দলবদ্ধ হয়ে প্রবেশ করা নিয়মের মধ্যে পড়ে না। কারণ এতে পরীক্ষার্থীদের সমস্যা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ ভিডিও ধারণের বিষয়টি শুনেছি। এটা সংসদ সদস্য মহোদয়কে অবগত করেছি। ওনার পিএস কেন এটা করেছে এবং ভবিষ্যতে যাতে এমন কিছু না করে সে জন্য সতর্ক করা হয়েছে।’ 

সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী শাহাদাত হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এটা কোনো সিরিয়াস মেটার না, ভুলবশত ভিডিও লাইভটা করা হয়েছে।’ এটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। 

কেন্দ্র পরিদর্শনের সময় ডিডিএলজি কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অনিক চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ, সংসদ সদস্যের পাবলিক রিলেশন কর্মকর্তা (পিআরও) ওমর ফারুক মোস্তাফিজ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট