হোম > অপরাধ > চট্টগ্রাম

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার ইসমাইল (৪৬) ও মো. রেদওয়ান (২৯)। 

এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের শ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লিখিত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করেন। 

২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। ২০২২ সালের ৩০ জুন ইসমাইল ও রেদওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি