হোম > অপরাধ > চট্টগ্রাম

মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ১ লাখ ৩৮ হাজার ইয়াবা পাচারের মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এই রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার ইসমাইল (৪৬) ও মো. রেদওয়ান (২৯)। 

এই বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের শ্লিষ্ট ধারায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় উল্লিখিত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২১ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র‍্যাব সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় র‍্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে তাঁদের দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কর্ণফুলী থানায় মামলা করেন। 

২০২২ সালের ২০ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। ২০২২ সালের ৩০ জুন ইসমাইল ও রেদওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এই রায় দেন।

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু