হোম > অপরাধ > চট্টগ্রাম

৫৭ হাজার টাকায় নবজাতক নাতনিকে বিক্রি নানির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মাত্র ৫৭ হাজার টাকার বিনিময়ে নিজের নবজাতক নাতনিকে বিক্রি করে দিয়েছিলেন নানি রাবেয়া বেগম। আজ বুধবার এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে হাটহাজারী ফতেয়াবাদ থেকে ওই নবজাতককে উদ্ধারের পাশাপাশি রাবেয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তার বাকিরা হলেন মো. হারুন (৫৫) ও তাঁর বোন মনোয়ারা বেগম (৩৮)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির আজকের পত্রিকাকে বলেন, কয়েক মাস আগে নবজাতকের মা তানিয়া বেগমকে তাঁর স্বামী তাড়িয়ে দিয়েছিলেন। সেই থেকে তানিয়া তাঁর মা রাবেয়া খাতুনের বাসায় আশ্রয় নেন। তানিয়া তখন গর্ভবতী ছিলেন।

তানিয়া গর্ভাবস্থায় তাঁর মা রাবেয়া নবজাতককে বিক্রির পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী রাবেয়া হারুন ও তাঁর বোনের কাছ থেকে বিভিন্ন সময় ৫৭ হাজার টাকা নেন। ২ অক্টোবর তানিয়ার প্রসব বেদনা ওঠার পর তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন তানিয়ার সন্তান প্রসব হয়। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সবার অগোচরে রাবেয়া নবজাতককে হারুন ও মনোয়ারার হাতে তুলে দেন।

এ ঘটনায় নবজাতকের মা পাঁচলাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাবেয়া বাচ্চাটিকে অন্যের হাতে তুলে দেওয়ার বিষয়টি স্বীকার করেন। পরে পুলিশ ফতেয়াবাদ থেকে বাচ্চাটিকে উদ্ধার করার পাশাপাশি ঘটনায় জড়িত বাকি দুজনকে গ্রেপ্তার করে। 

জাহিদুল কবির জানান, নবজাতকের আপন নানি ছিলেন রাবেয়া। বর্তমানে শিশুটি চমেক হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাবেয়া খাতুন রাঙামাটির কাউখালী উপজেলার বাহারের বাড়ির মো. জাহাঙ্গীরের স্ত্রী। অন্যদিকে হারুন ও তাঁর বোন হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা গ্রামের বাসিন্দা। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল