হোম > অপরাধ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে একজনকে অর্থদণ্ড

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে আহম্মদ ছফা (৭৪) নামে একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার পোমরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আজিমনগর এলাকায় এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদে জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুতায়াল্লিপাড়া এলাকার গুন্নু মিয়ার ছেলে আহম্মদ ছফা পাহাড় কেটে মাটি বিক্রি করছেন। পরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পাহাড় কেটে মাটি বিক্রির অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আহম্মদ ছফা নামে ওই ব্যক্তি পাহাড় কেটে সেখান থেকে মাটি বিক্রি করছেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে পাহাড় কাটার নমুনা পেলেও এরই মধ্যে সব মাটি সরিয়ে ফেলা হয়েছে। তবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে পাহাড় কেটে মাটি বিক্রির কথা স্বীকার করেছেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, বেপরোয়াভাবে পাহাড় কাটায় পার্শ্ববর্তী বিদ্যুৎ অফিসের রিটার্নিং ওয়াল মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সার্বিক দিক বিবেচনায় অভিযুক্তকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পরিবেশ বিপর্যয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে সহযোগিতা করে রাঙ্গুনিয়া থানার পুলিশ। 

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির