হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মাদক মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. লোকমান (৪০) ও মো. হান্নান (৪৮)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ মে নগরীর দক্ষিণ পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ আসামিদের আটক করে র‍্যাব-৭। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। পরে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল