হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে মাদক মামলায় দুই আসামির ১৫ বছরের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মাদক মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞার আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. লোকমান (৪০) ও মো. হান্নান (৪৮)।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৩ মে নগরীর দক্ষিণ পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকা থেকে ৫ লাখ পিস ইয়াবাসহ আসামিদের আটক করে র‍্যাব-৭। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলায় ২০২১ সালের ৩ ফেব্রুয়ারি আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয়। পরে আটজনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নোমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক মামলায় দুই আসামিকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি