হোম > অপরাধ > চট্টগ্রাম

সাড়ে ৬ হাজার লিটার চোরাই তেলসহ ২ কারবারি গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেলসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। এ সময় চোরাই তেল পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকও জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠি জেলার রাজাপুর থানার নারিকেলবাড়িয়া এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. রাজিব হোসেন (২২) এবং লক্ষ্মীপুর জেলার রামগতি থানার শিক্ষাগ্রাম এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির (২৬)।

র‍্যাবের কর্মকর্তা মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাজের চোরাই জ্বালানি তেল বিক্রির খবর পেয়ে মঙ্গলবার রাতে মহাসড়কের ফৌজদারহাট এলাকায় অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় ধাওয়া করে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দুটি ট্রাকে থাকা ৩৩টি তেলের ড্রাম থেকে ৬ হাজার ৬০০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধারের পাশাপাশি ট্রাক দুটিও জব্দ করা হয়।

নুরুল আবছার বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চোরাই তেল বিক্রির সত্যতা স্বীকার করেছেন। তাঁরা চোরাই জ্বালানি তেল অবৈধভাবে সংগ্রহ করে পরে তা অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। উদ্ধার জ্বালানি তেলের আনুমানিক মূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) টিবলু মজুমদার বলেন, ‘র‍্যাবের অভিযানে উদ্ধার করা চোরাই তেলসহ গ্রেপ্তার দুই আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তরের পাশাপাশি র‍্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ (বুধবার) সকালে গ্রেপ্তার দুই চোরাকারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১