হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে রবিউল আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল রোববার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল আলম উপজেলার সাধানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। পরিচিত থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা নিজ মোবাইলে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য ওই সব ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। 

এ ব্যাপারে ওই নারীর স্বামীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বাঁশখালীর সাধনপুর এলাকা থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আসামি ওই নারীর পূর্বপরিচিত ছিল। এরই সুবাদে কৌশলে ওই নারীর সঙ্গে কিছু ছবি তোলেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃত রবিউল আলমকে গতকাল রাতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত