হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ফেসবুকে ব্যক্তিগত মুহূর্তের ছবি ছড়ানোর অভিযোগে রবিউল আলম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। গতকাল রোববার রাতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রবিউল আলম উপজেলার সাধানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম ঝুন্টুর ছেলে।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম স্বীকার করেছেন যে অভিযোগকারীর স্ত্রীর সঙ্গে তাঁর পূর্বপরিচয় ছিল। পরিচিত থাকার সুবাদে কৌশলে ওই নারীর কিছু ছবি তুলে তা নিজ মোবাইলে সংরক্ষণ করেন। পরে স্বামী-স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য ওই সব ছবি ফেসবুকে ছড়িয়ে দেন তিনি। 

এ ব্যাপারে ওই নারীর স্বামীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বাঁশখালীর সাধনপুর এলাকা থেকে রবিউল আলমকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার বলেন, আসামি ওই নারীর পূর্বপরিচিত ছিল। এরই সুবাদে কৌশলে ওই নারীর সঙ্গে কিছু ছবি তোলেন তিনি। পরে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। 

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারকৃত রবিউল আলমকে গতকাল রাতে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু