হোম > অপরাধ > চট্টগ্রাম

সেনবাগ থানায় আটকে রেখে যুবককে নির্যাতনের ঘটনায় এসআই ক্লোজড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ থানায় আবদুল্লাহ আল নোমান (২২) নামের এক যুবককে আটকে রেখে নির্যাতনের ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় সিকদারকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনা তদন্তে তিন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন, থানায় নির্যাতনের ঘটনায় বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান রাজিবকে প্রধান করে দুজন ইন্সপেক্টরের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিন তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম আরও বলেন, এসআই সঞ্জয়কে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনবাগ থানার এসআই সঞ্জয় সিকদারসহ একদল পুলিশ কাদরা মজুমদার বাড়ির পাশ থেকে আহত নোমানের ভাই শাহদাতকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে দুপুরে নোমান থানায় তাঁর ভাইকে দেখতে গিয়ে একজন কনস্টেবলের কাছে তাঁর ভাইকে আটক করার কারণ জানতে চান।

নোমানের অভিযোগ, তাতে ক্ষুব্ধ হয়ে পাশের কক্ষে থাকা এসআই সঞ্জয় তাঁকে ডেকে থানার একটি কক্ষে নিয়ে যান। সেখানে দরজা বন্ধ করে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। তাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ