হোম > অপরাধ > চট্টগ্রাম

র‍্যাবের অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হল, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গোবিন্দকিল এলাকার মৃত রফিক আহমেদের ছেলে রশিদ উল্লাহ (৪২), কর্ণফুলী থানার ৮ নম্বর ওয়ার্ডের লাইক্ষ্যার চর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পূর্ব বোয়ালখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে নাছির উদ্দিন (৩৬) ও ভিলিজার পাড়ার জহির আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) এবং টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ছৈয়দুর রহমান।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে মাছ ধরার ট্রলারযোগে ইয়াবার বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল জেলে ছদ্মবেশে ট্রলারযোগে সাগরে অভিযান চালায়। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় র‍্যাব সদস্যরা। ট্রলারটির দিকে এগিয়ে গেলে সেখানে থাকা লোকজন র‍্যাবের উপস্থিতি বুঝতে পারায় দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

আজিম আহমেদ আরও জানান, তল্লাশি চালিয়ে ট্রলারটিতে বিশেষ কৌশলে পলিথিনের লুকিয়ে রাখা অবস্থায় বেশ কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার ট্রলারটি।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, সড়কপথে মাদক পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকায় পাচারকারীরা নিরাপদ রুট হিসেবে সাগরপথকে বেছে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা পাচার কাজে জড়িত রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে

ঘুমে পুলিশ, থানায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সেলফি

কুমিল্লায় বাস ধর্মঘটে অচল গণপরিবহন, চরম দুর্ভোগে যাত্রীরা

কার্ডিকন চট্টগ্রাম-২০২৫: দেশীয় চিকিৎসার ওপর আস্থা তৈরির তাগিদ