হোম > অপরাধ > চট্টগ্রাম

র‍্যাবের অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৫

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ৪ লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হল, চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গোবিন্দকিল এলাকার মৃত রফিক আহমেদের ছেলে রশিদ উল্লাহ (৪২), কর্ণফুলী থানার ৮ নম্বর ওয়ার্ডের লাইক্ষ্যার চর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আমানত করিম (৩৮), কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার পূর্ব বোয়ালখালী এলাকার মৃত ছালেহ আহমেদের ছেলে নাছির উদ্দিন (৩৬) ও ভিলিজার পাড়ার জহির আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২০) এবং টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ উত্তরপাড়ার মৃত মুসলিম মিয়ার ছেলে মো. ছৈয়দুর রহমান।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে কক্সবাজারের মহেশখালী চ্যানেলের গভীর সাগরে মাছ ধরার ট্রলারযোগে ইয়াবার বড় একটি চালান পাচারের খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল জেলে ছদ্মবেশে ট্রলারযোগে সাগরে অভিযান চালায়। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় র‍্যাব সদস্যরা। ট্রলারটির দিকে এগিয়ে গেলে সেখানে থাকা লোকজন র‍্যাবের উপস্থিতি বুঝতে পারায় দ্রুত পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করতে সক্ষম হয়।

আজিম আহমেদ আরও জানান, তল্লাশি চালিয়ে ট্রলারটিতে বিশেষ কৌশলে পলিথিনের লুকিয়ে রাখা অবস্থায় বেশ কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো খুলে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাছ ধরার ট্রলারটি।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, সড়কপথে মাদক পাচার রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকায় পাচারকারীরা নিরাপদ রুট হিসেবে সাগরপথকে বেছে নিয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সাগরপথে ইয়াবা পাচার কাজে জড়িত রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি

কর্ণফুলীতে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৪৫ হাজার টাকা জরিমানা