হোম > অপরাধ > চট্টগ্রাম

জুয়ার আসরে ‘ধাওয়া খেয়ে’ মৃত্যু, স্বজনদের অভিযোগ পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে জুয়ার আসর থেকে ‘ধাওয়া খেয়ে’ জাকির হোসেন শীতল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহতের স্বজনদের অভিযোগ তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে আজ শনিবার বিকেলে নিহত শীতলের লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

নিহত শীতল উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আবদুল জাব্বারের ছেলে। আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।  

ওসি শুভরঞ্জন চাকমা জানান, জাকির হোসেন শীতল একজন দিনমজুর। গত শুক্রবার রাতে তিনি মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী বাজারের নুরুন নবীর চায়ের দোকানের ভেতরে সঙ্গীদের নিয়ে জুয়া খেলছিলেন। এ সময় চা দোকানদার নুরুন নবীর ছেলে সালমান ও বড় ভাই খোকন শিকদার জুয়াড়িদের ধাওয়া করলে জাকির হোসেন শীতল দৌড়ে পাশের মাইনউদ্দিনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। জাকির হোসেন সেখানে বলেন, তাঁর মাথা ঘুরাচ্ছে এবং তাকে লোকজন মারধর করেছে। এ সময় জাকির হোসেন মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানা-পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এদিকে নিহত জাকির হোসেন শীতলের ভাই মো. দুলাল শনিবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই শুক্রবার রাতে নুরুন নবীর চায়ের দোকানে প্রবেশ করলে কতিপয় ব্যক্তিরা তাকে পিটিয়ে হত্যা করেছে। এ বিষয়ে আমরা থানায় হত্যা মামলা দায়ের করব। 

ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ