হোম > অপরাধ > চট্টগ্রাম

সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার পতেঙ্গা থানার আওতায় স্টিল মিল এলাকায় এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আব্দুল জলিলকে (৪০) গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার জলিল তাঁর সাবেক স্ত্রীর মামাতো ভাই ও মামাতো বোনের স্বামীকে সঙ্গে নিয়ে তাহেরকে বাসা থেকে ডেকে বাইরে এনে মারধর করেন। পরে তাহেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। এ ঘটনায় তাহেরের মেয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগ পেয়ে গতকাল নোয়াখলীর কিল্লার হাট এলাকায় অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তার করা হয়।

কবির হোসেন বলেন, জলিলের সঙ্গে তাঁর স্ত্রী রওশন আরার বিচ্ছেদ হয়। এরপর থেকে রওশন আরা তাঁর ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে স্টিল মিল এলাকায় থাকতেন। জলিল নোয়াখালীতে থাকেন। রওশন আরার পাশের বাসায় তাহের থাকতেন। তিনি বিভিন্ন সময়ে রওশন আরাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, যা নিয়ে জলিলের সন্দেহ ছিল। তালাক হয়ে যাওয়ার পরও জলিল রওশন আরার সঙ্গে সংসার করতে চাইছিলেন। গত ৯ ডিসেম্বর জলিল চট্টগ্রামে এসে রওশন আরার মামির বাসায় ওঠেন। গত ১৪ ডিসেম্বর অভিযুক্ত জলিল রওশন আরার বাসায় যান।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরদিন সকালে জলিল বাসা থেকে বের হওয়ার পর রওশন তাঁর ছেলেকে নিয়ে বাসা ছেড়ে চলে যান। জলিল বাসায় এসে স্ত্রী-সন্তানকে না দেখে ধারণা করেন তাহের তাঁদের লুকিয়ে রেখেছেন। ওই সন্দেহ থেকেই জলিল তাঁর ওপর হামলা করেন।

ওসি বলেন, এ ঘটনায় আসামিকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ