হোম > অপরাধ > চট্টগ্রাম

সাবেক স্ত্রীর সঙ্গে প্রেম সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সাবেক স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে আবু তাহের (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার পতেঙ্গা থানার আওতায় স্টিল মিল এলাকায় এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আব্দুল জলিলকে (৪০) গ্রেপ্তার করেছে।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি কবির হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার জলিল তাঁর সাবেক স্ত্রীর মামাতো ভাই ও মামাতো বোনের স্বামীকে সঙ্গে নিয়ে তাহেরকে বাসা থেকে ডেকে বাইরে এনে মারধর করেন। পরে তাহেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। এ ঘটনায় তাহেরের মেয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। অভিযোগ পেয়ে গতকাল নোয়াখলীর কিল্লার হাট এলাকায় অভিযান চালিয়ে জলিলকে গ্রেপ্তার করা হয়।

কবির হোসেন বলেন, জলিলের সঙ্গে তাঁর স্ত্রী রওশন আরার বিচ্ছেদ হয়। এরপর থেকে রওশন আরা তাঁর ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে স্টিল মিল এলাকায় থাকতেন। জলিল নোয়াখালীতে থাকেন। রওশন আরার পাশের বাসায় তাহের থাকতেন। তিনি বিভিন্ন সময়ে রওশন আরাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন, যা নিয়ে জলিলের সন্দেহ ছিল। তালাক হয়ে যাওয়ার পরও জলিল রওশন আরার সঙ্গে সংসার করতে চাইছিলেন। গত ৯ ডিসেম্বর জলিল চট্টগ্রামে এসে রওশন আরার মামির বাসায় ওঠেন। গত ১৪ ডিসেম্বর অভিযুক্ত জলিল রওশন আরার বাসায় যান।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, পরদিন সকালে জলিল বাসা থেকে বের হওয়ার পর রওশন তাঁর ছেলেকে নিয়ে বাসা ছেড়ে চলে যান। জলিল বাসায় এসে স্ত্রী-সন্তানকে না দেখে ধারণা করেন তাহের তাঁদের লুকিয়ে রেখেছেন। ওই সন্দেহ থেকেই জলিল তাঁর ওপর হামলা করেন।

ওসি বলেন, এ ঘটনায় আসামিকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা