হোম > অপরাধ > চট্টগ্রাম

অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর লাখ টাকা জরিমানা

রামু (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের প্রধান নদী বাঁকখালীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার সংবাদ প্রকাশের পর অভিযান চালিয়ে একজন ইজারাদারকে লাখ টাকা জরিমানা করেছে রামু উপজেলা প্রশাসন। আজ সোমবার দুপুর ৩টার দিকে ফঁতেখারকুল ইউনিয়নের বাজার সংলগ্ন বাঁকখালী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের সময় এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এটি পরিচালনা করেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। দক্ষিণ হাইটুপি এলাকায় বাঁকখালী নদীতে পরিবেশের ক্ষতি করে অবৈধ উপায়ে বালু তোলায় ইজারাদার নুরুল হক চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ১৫ (১) মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।

পাশাপাশি বালু তোলায় ব্যবহার করা দুটি ড্রেজার মেশিন জব্দ করে ফঁতেখারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টোর জিম্মায় দেওয়া হয় এবং অর্থদণ্ড আদায় করা হয়।

এর আগে গত ২৯ আগস্ট (সোমবার) আজকের পত্রিকায় ‘বালু লুটে আওয়ামী লীগ নেতারা’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এদিকে সংবাদ প্রকাশের পর পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের কর্মীরা উদ্বেগ প্রকাশ করেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সহকারী ভূমি কমিশনার (রামু) নিরুপম মজুমদার আজকের পত্রিকাকে জানান, ‘আজকে সুন্দরভাবেই অভিযান সম্পন্ন হয়েছে। পাশাপাশি আরও যেসব অবৈধ ড্রেজারে বালু তোলা হচ্ছে সেসব পয়েন্টে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হবে। অবৈধ বালু ব্যবসায়ীরা বালু লুট বন্ধ না করলে কঠোর হবে প্রশাসন।’

বাঁকখালী নদী রক্ষায় এর আগেও এলাকার সচেতন মহল সোচ্চার হলেও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বালু তোলায় জড়িত থাকায় ভয়ে কেউ মুখ খোলেননি। পরিবেশ ও নদীর প্রতিবেশ রক্ষায় নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন