হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে আইস ও ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও  ইয়াবা উদ্ধার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় মাদক পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসার খবর পেয়ে অভিযান দুটি পরিচালনা করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাবরাং কাটাবুনিয়ায় সাগরপথে মাদকের একটি চালান ঢোকার খবর পেয়ে অভিযানে যায়ন বিজিবির সদস্যরা। এ সময় বিষয়টি টের পেয়ে এক মাদক কারবারি একটি প্লাস্টিকের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, অন্যদিকে শনিবার রাত ১২টার দিকে সাবরাং লবণ মাঠ দিয়ে সীমান্ত পার হয়ে ঢোকার সময় দুজন মাদক কারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় মাদক কারবারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক