হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে আইস ও ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও  ইয়াবা উদ্ধার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় মাদক পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসার খবর পেয়ে অভিযান দুটি পরিচালনা করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাবরাং কাটাবুনিয়ায় সাগরপথে মাদকের একটি চালান ঢোকার খবর পেয়ে অভিযানে যায়ন বিজিবির সদস্যরা। এ সময় বিষয়টি টের পেয়ে এক মাদক কারবারি একটি প্লাস্টিকের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, অন্যদিকে শনিবার রাত ১২টার দিকে সাবরাং লবণ মাঠ দিয়ে সীমান্ত পার হয়ে ঢোকার সময় দুজন মাদক কারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় মাদক কারবারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু