হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে আইস ও ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও  ইয়াবা উদ্ধার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় মাদক পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসার খবর পেয়ে অভিযান দুটি পরিচালনা করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাবরাং কাটাবুনিয়ায় সাগরপথে মাদকের একটি চালান ঢোকার খবর পেয়ে অভিযানে যায়ন বিজিবির সদস্যরা। এ সময় বিষয়টি টের পেয়ে এক মাদক কারবারি একটি প্লাস্টিকের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, অন্যদিকে শনিবার রাত ১২টার দিকে সাবরাং লবণ মাঠ দিয়ে সীমান্ত পার হয়ে ঢোকার সময় দুজন মাদক কারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় মাদক কারবারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল