হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে আইস ও ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা  

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস ও  ইয়াবা উদ্ধার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার সাবরাং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় মাদক পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে পাচার হয়ে আসার খবর পেয়ে অভিযান দুটি পরিচালনা করা হয়। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাবরাং কাটাবুনিয়ায় সাগরপথে মাদকের একটি চালান ঢোকার খবর পেয়ে অভিযানে যায়ন বিজিবির সদস্যরা। এ সময় বিষয়টি টের পেয়ে এক মাদক কারবারি একটি প্লাস্টিকের ব্যাগ রেখে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি তল্লাশি করে ২ কেজি ১৩২ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেন।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, অন্যদিকে শনিবার রাত ১২টার দিকে সাবরাং লবণ মাঠ দিয়ে সীমান্ত পার হয়ে ঢোকার সময় দুজন মাদক কারবারিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন। এ সময় মাদক কারবারিরা ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। সেখানে তল্লাশি চালিয়ে ৭৮ হাজার ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার