হোম > অপরাধ > চট্টগ্রাম

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৬২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম আইসসহ মো. রফিক (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার ভোরে হ্নীলার জামিমুরা ও সাবরাংয়ে পৃথক অভিযান চালিয়ে ওই সব মাদক জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তি হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জুম্মাপাড়া এলাকার নাজিম উল্লাহর ছেলে। 

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল বসত-বাড়িতে ইয়াবা ও ক্রিস্টাল মেথ মজুত রাখার খবরে জুম্মাপাড়া মসজিদের সামনে অভিযানে যায়। এতে সিলিংয়ের ওপর অভিনব কায়দায় লুকানো ২ হাজার ইয়াবা ও ২৩০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ রফিককে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে ভোর রাত ৩টার দিকে সাবরাং বিওপির অপর একটি বিশেষ টহল দল পরিবেশ টাওয়ারের দক্ষিণ পাশে জনৈক মো. সালামের প্রজেক্ট এলাকায় একজন চোরাকারবারিকে ধাওয়া করার সময় তাঁর ফেলে যাওয়া ব্যাগ থেকে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়। 

মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, উদ্ধার হওয়া মাদকসহ গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। অপরদিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়নের জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সামনে ধ্বংস করা হবে। 

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম