হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি

ফেনীর সদর উপজেলার ফরহাদনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার পাঁচ দিন পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা তিনটি অটোরিকশাসহ নগদ ২১ হাজার টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার জাকির হাসান। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের নূর নবী (২৫) তাঁর সহযোগী জিয়াউর রহমান (৪২) ও ইউসুফ (৫৫)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামের অটোরিকশাচালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) বিকাশ থেকে ৩০ হাজার টাকা তোলেন। পরে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে ছিলেন। যাত্রীবেশী একজন বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউনিয়নে যাওয়ার উদ্দেশে কালা মিয়ার অটোরিকশাটি ভাড়া করেন। পথে ওই ব্যক্তি বাজারের ব্যাগ থেকে ইট বের করে কালা মিয়ার মাথায় আঘাত করে অটোরিকশা ও চালকের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যান। 

পরে আরেক অটোরিকশাচালক আবুল হোসেন কালা মিয়াকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এদিন নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। 

পুলিশ সুপার আরও জানান, পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনায় জড়িত নূর নবীকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় তাঁর দুই সহযোগী জিয়াউর রহমান ও ইউসুফকেও আটক করা হয়। বুধবার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট