হোম > অপরাধ > চট্টগ্রাম

ফেনীতে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

ফেনী প্রতিনিধি

ফেনীর সদর উপজেলার ফরহাদনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনার পাঁচ দিন পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই করা তিনটি অটোরিকশাসহ নগদ ২১ হাজার টাকা, হত্যাকাণ্ডে ব্যবহৃত চেইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার জাকির হাসান। 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের নূর নবী (২৫) তাঁর সহযোগী জিয়াউর রহমান (৪২) ও ইউসুফ (৫৫)। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফরহাদনগর ইউনিয়নের সুবলপুর গ্রামের অটোরিকশাচালক মো. আবুল হোসেন কালা মিয়া (৫১) বিকাশ থেকে ৩০ হাজার টাকা তোলেন। পরে যাত্রীর অপেক্ষায় খাইয়ারা বাজারে ছিলেন। যাত্রীবেশী একজন বাজারের ব্যাগ নিয়ে লেমুয়া ইউনিয়নে যাওয়ার উদ্দেশে কালা মিয়ার অটোরিকশাটি ভাড়া করেন। পথে ওই ব্যক্তি বাজারের ব্যাগ থেকে ইট বের করে কালা মিয়ার মাথায় আঘাত করে অটোরিকশা ও চালকের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা লুট করে পালিয়ে যান। 

পরে আরেক অটোরিকশাচালক আবুল হোসেন কালা মিয়াকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ জানুয়ারি তাঁর মৃত্যু হয়। এদিন নিহতের ভাই ইকবাল হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। 

পুলিশ সুপার আরও জানান, পুলিশ গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে ঘটনায় জড়িত নূর নবীকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় তাঁর দুই সহযোগী জিয়াউর রহমান ও ইউসুফকেও আটক করা হয়। বুধবার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ