হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদার দাবিতে শিক্ষা কর্মকর্তাকে হাতুড়ি পেটার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে চাঁদাবাজি ও চুরির মামলায় কারাগার থেকে বের হয়ে শিক্ষা কর্মকর্তা আবদুর রবকে প্রকাশ্যে হাতুড়ি পেটা করেছেন ফজলে এলাহী নামে এক যুবক। আজ শনিবার সকালে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষা কর্মকর্তা। এর আগে গতকাল শুক্রবার দুপুরে জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষা কর্মকর্তা আবদুর রব নোয়াখালী সদর উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। 

ভুক্তভোগী শিক্ষা কর্মকর্তা বলেন, আমি রশিদ কলোনি এলাকায় একটি বাড়ি নির্মাণ করছি। নির্মাণকাজের শুরু থেকেই স্থানীয় বখাটে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন আমার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁরা বেশ কিছু নির্মাণসামগ্রী চুরি করে নিয়ে যান। বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করেন। কিন্তু গত কয়েক দিন আগে এলাহী কারাগার থেকে জামিনে ফিরে এসে নিজের দলবল নিয়ে পুনরায় আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। 

এরই জেরে গতকাল আমি আমার ছেলেকে নিয়ে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন আমাদের গতিরোধ করেন। পরে আমাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন তাঁরা। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় রয়েছি। 

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাঠান বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী