হোম > অপরাধ > চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ রোহিঙ্গাসহ ৮ জনের ১৫ বছর কারাদণ্ড 

আদালত প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রামে ৬ লাখ পিছ ইয়াবা উদ্ধার মামলার রায়ে আদালত মিয়ানমারের ৬ রোহিঙ্গাসহ ৮ জনের ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ রোববার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এ রায় দেন। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ। 

রায় উপলক্ষে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণার পর পুনরায় তাদের কারাগারে পাঠান আদালত। 

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, মিয়ানমারের মংডু জেলার মৃত আবদুল হাকিমের ছেলে মো. জামাল হোসেন, একই জেলার ইয়াংছাং এলাকার মৃত নুর আলমের ছেলে নুর কবির, ব্যায়মো পাড়ার মৃত আবদুল হকের ছেলে মো. বশির আহমদ, হাসুরাতার হাসু মিয়ার ছেলে মো. জবিউল্লাহ, মংডুর ব্যায়ামো পাড়ার রহিম উল্লার ছেলে বশিউল্লাহ, হাসুরাতার ফয়জুর হোসেনের ছেলে মো. আকতার হোসেন, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নয়াপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. শাহজাহান ও চট্টগ্রাম নগরের বাকলিয়া সুলতান বাড়ির মৃত আবু বকরের ছেলে মো. আলী জোহর। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ মার্চ রাত একটার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার চরপাড়া বেড়িবাঁধ থেকে র‍্যাব ৬ লাখ পিছ ইয়াবাসহ আসামিদের গ্রেপ্তার করে। এদের ছয়জন মিয়ানমারের রোহিঙ্গা। তারা কক্সবাজারের কুতুপালং শরণার্থীশিবিরে থাকতেন। এ ঘটনায় র‍্যাব-৭ এর ডিএডি টিটু কাজী পতেঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক গাজী মুহাম্মদ ফৌজুল আজিজ ২০১৭ সালের ২২ জুলাই আদালতে নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ২০২০ সালের ১৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নয়জনের সাক্ষ্য গ্রহণের পর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন। একই রায়ে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাসান মাঝি নামের এক ব্যক্তিকে বেকসুর খালাস দেন। 

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা