হোম > অপরাধ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে সালিসকারীকে কুপিয়ে জখম

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সালিস বৈঠক করতে গিয়ে সালিস প্রধানই হামলার শিকার হয়েছেন। গতকাল রোববার রাত ৯টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামের পশ্চিম পাড়ার ইছা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। 

আবুল কাশেম (৪২) নামের ওই সালিস প্রধানকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তিনি ওই গ্রামের হাজী নারু মিয়ার ছেলে।

ওই সালিস বৈঠকে অবস্থিত ছিলেন হাসান উল্লাহ নামে স্থানীয় এক ব্যক্তি। তিনি বলেন, দুবাজাইল পশ্চিম পাড়ার ইছা মিয়া এবং জজ মিয়া সহোদর ভাই। জজ মিয়ার ছেলে মামুন (২৫) ও আলম (২২) তাঁদের চাচা ইছা মিয়া এবং ফুফু আরেফাকে একটি পারিবারিক বিষয় নিয়ে অপমান অপদস্থ করেন। আরেফার অনুরোধেই আমিসহ মাওলানা ইমান উল্লাহ, আবুল কাশেম ও আজিজুর রহমান বিষয়টি মীমাংসা করতে ইছা মিয়ার উঠানে রাতে সালিসে বসি। সালিসে মাওলানা ইমান উল্লাহর সঙ্গে জজ মিয়ার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জজ মিয়ার ছেলে মামুন ও আলম আমাদের ওপর হামলা চালান। হামলায় আবুল কাশেম গুরুতর আহত হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ঘটনা সত্য। আমরা শুনেছি, আবুল কাশেম সালিস করতে জজ মিয়ার বাড়িতে গেলে তাঁকে মারধর করেন জজ মিয়ার ছেলেরা। 

ওই গ্রামের আরেক সালিসকারী সালাউদ্দিন বলেন, রাতে বৈঠকে মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আবুল কাশেম নির্দোষ। তিনি ঘরের খেয়ে পরের মোষ তাড়াতে গিয়ে মার খেয়েছেন। খুব দুঃখজনক ঘটনা। জজ মিয়া ও তাঁর ভাই ইছার মধ্যকার বিরোধ মীমাংসা করতে গিয়ে তিনি মারধরের শিকার হলেন। 

তবে জজ মিয়ার ছেলে আল মামুন বলছেন, আমরা আবুল কাশেমকে মারধর করিনি। আবুল কাশেম ও তাঁর ভাইয়েরা মিলে আমাদের মারধর করেছেন। আমার ভাবী সাইমা বেগম হাসপাতালে আছে। তিনিও আঘাত পেয়েছেন। 

সরাইল থানাধীন অরুয়াইল ১ নং বিটের বিট অফিসার এসআই মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর নিয়ে জানা গেছে, আবুল কাশেম হাসপাতাল থেকে থানায় উপস্থিত হয়েছে। মামলা করার প্রক্রিয়া চলছে। 

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল