হোম > অপরাধ > চট্টগ্রাম

চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু শোয়াইব (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। আজ শনিবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন। 

এর আগে গতকাল শুক্রবার উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরস্থ আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শোয়াইব ওই ইউনিয়নের গুরুন্নেকাটা গ্রামের আলীম বাপেরপাড়ার মো. শফিকের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে আবু শোয়াইব তাঁর নিজ পাড়ায় ইয়াবা পাচার করছিলেন। র‍্যাবের অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব তাঁকে আটক করে। এ সময় তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‍্যাব বাদী হয়ে শোয়াইবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা