হোম > অপরাধ > চট্টগ্রাম

চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবু শোয়াইব (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৫। আজ শনিবার বেলা ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বিল্লাল উদ্দিন। 

এর আগে গতকাল শুক্রবার উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুরস্থ আর কে নুরুল আমিন চৌধুরী উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শোয়াইব ওই ইউনিয়নের গুরুন্নেকাটা গ্রামের আলীম বাপেরপাড়ার মো. শফিকের ছেলে। তিনি মাদক ব্যবসায়ী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫ জানতে পারে আবু শোয়াইব তাঁর নিজ পাড়ায় ইয়াবা পাচার করছিলেন। র‍্যাবের অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব তাঁকে আটক করে। এ সময় তাঁর হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‍্যাব বাদী হয়ে শোয়াইবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ