হোম > অপরাধ > চট্টগ্রাম

লিবিয়ায় মুক্তিপণের জন্য নির্যাতনে মৃত্যু, চাঁদপুরে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

মুক্তিপণের জন্য লিবিয়ায় অপহরণ হওয়া চাঁদপুরের কচুয়ার ইব্রাহিম ফকিরের স্ত্রী রোজিনা বেগমের করা মানবপাচার মামলার আসামি রাকিব হোসেন (২৯) ও মো. মিথুন মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর। 

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাঁদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। রাতে এসব তথ্য গণমাধ্যমকে জানান পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ। 

এর আগে ২৪ মার্চ থেকে ২৬ মার্চ সকাল পর্যন্ত দুই দিন পিবিআই চাঁদপুরের পুলিশ পরিদর্শক এম শামীম আহমেদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেনসহ একটি বিশেষ দল অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলা থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের শফিবাদ গ্রামের ইব্রাহিম ফকির ও প্রতিবেশী আব্দুল হাকিমকে মানবপাচারকারী চক্রের সদস্যরা লিবিয়া নিয়ে মুক্তিপণের জন্য আটক করে রাখার অভিযোগে মর্মে রোজিনা বেগম চাঁদপুর মানবপাচার ট্রাইব্যুনালে মামলা করেন। 

পিবিআই মামলাটি তদন্তকালে জানতে পারে, এজাহার নামীয় এক নম্বর আসামি শফিবাদ গ্রামের বাসিন্দা ও ইতালিপ্রবাসী খোরশেদ আলম বাদীর স্বামী ইব্রাহিম ফকির ও প্রতিবেশী আব্দুল হাকিম, ইব্রাহিম মোল্লা ও কবির হোসেনকে মিথ্যা আশ্বাস দিয়ে ইতালি নেওয়ার কথা বলে অবৈধপথে লিবিয়া নেন। সেখানে খোরশেদ আলমের জামাতা দুই নম্বর আসামি রাকিব হোসেনের প্রত্যক্ষ সহায়তায় একটি ভবনের ফ্ল্যাটে আটক করে রাখেন। পরবর্তীতে ভুক্তভোগীদের লিবিয়ার অপহরণকারী চক্রের সদস্যরা অপহরণ করে অজ্ঞাত স্থানে আটক করে রাখে। অজ্ঞাতপরিচয় অপহরণকারীরা বিবাদীদের মাধ্যমে ভুক্তভোগীদের মুক্তিপণ বাবদ ১০ লাখ টাকা দাবি করে। অন্যথায় প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। পরে ভুক্তভোগীদের পরিবার বিবাদীদের দেওয়া ব্যাংক হিসাবে সাড়ে ৫ লাখ টাকা পাঠায়। 

অপহরণকারীরা ভুক্তভোগী ইব্রাহিম মোল্লা ও কবির হোসেনকে মুক্তি দিলেও ইব্রাহিম ফকিরকে অবশিষ্ট টাকার জন্য আটকে রাখে। একপর্যায়ে ইব্রাহিম ফকির গত ১৮ জানুয়ারি অপহরণকারীদের হাতে নির্যাতনের শিকার হয়ে লিবিয়াতেই মারা যান। 

এ ঘটনার পর আদালতের নির্দেশে কচুয়া থানায় মামলা রুজু হলে মামলাটি তদন্তের দায়িত্ব পান পিবিআইয়ের এসআই মো. ফারুক হোসেন। 

সবশেষ পিবিআই চাঁদপুরের পরিদর্শক এম শামীম আহমেদের নেতৃত্বে ২৪ মার্চ থেকে ২৬ মার্চ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা ও মানিকগঞ্জ জেলা থেকে রাকিব ও মিথুনকে গ্রেপ্তার করা হয়।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ