হোম > অপরাধ > চট্টগ্রাম

ভুয়া ক্যানসার রোগীকে পুলিশে দিলেন জেলা প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরে ভুয়া সনদে ক্যানসার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে বাবা–ছেলেকে আটক করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে আটক দুই প্রতারককে সুধারাম মডেল থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৫) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৫)।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁরা দুজন ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগীর ৫০ হাজার টাকার অর্থ সহায়তার আবেদন করে। আমি আবেদন যাচাই–বাছাই কমিটির সভাপতি। আমি যতই তাঁদের সত্য বলতে বলি তাঁরা তা গোপন করে।’

দেওয়ান মাহবুবুর রহমান আরও বলেন, ‘আমি কয়েকবার সতর্ক করার পরও তাঁরা আমাকে বারবার ভুল বোঝায়। আমি শক্তভাবে কথা বলায় তাঁরা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। তারপর তাদের পুলিশের কাছে সোপর্দ করি।’ 

সমাজসেবা জেলা উপপরিচালক মো. নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগী সেজে টাকা আদায় করা প্রতারকের কারণে প্রকৃত রোগীরা অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’ 

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতারক দুজন থানা হেফাজতে রয়েছে। এজাহার দাখিল করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প