হোম > অপরাধ > চট্টগ্রাম

ভুয়া ক্যানসার রোগীকে পুলিশে দিলেন জেলা প্রশাসক

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সমাজ সেবা অধিদপ্তরে ভুয়া সনদে ক্যানসার রোগী সেজে অর্থ আদায়ের অভিযোগে বাবা–ছেলেকে আটক করেছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। আজ মঙ্গলবার দুপুরে আটক দুই প্রতারককে সুধারাম মডেল থানা-পুলিশের হাতে হস্তান্তর করা হয়।

আটককৃতরা হলেন, সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকিদার বাড়ির মৃত বশির উল্ল্যাহর ছেলে মো. গিয়াস উদ্দিন (৪৫) ও তার ছেলে মো. ওমর ফারুক (১৫)।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাঁরা দুজন ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগীর ৫০ হাজার টাকার অর্থ সহায়তার আবেদন করে। আমি আবেদন যাচাই–বাছাই কমিটির সভাপতি। আমি যতই তাঁদের সত্য বলতে বলি তাঁরা তা গোপন করে।’

দেওয়ান মাহবুবুর রহমান আরও বলেন, ‘আমি কয়েকবার সতর্ক করার পরও তাঁরা আমাকে বারবার ভুল বোঝায়। আমি শক্তভাবে কথা বলায় তাঁরা আমার কাছে প্রতারণার কথা স্বীকার করে। তারপর তাদের পুলিশের কাছে সোপর্দ করি।’ 

সমাজসেবা জেলা উপপরিচালক মো. নজরুল ইসলাম পাটওয়ারী বলেন, ‘ভুয়া কাগজপত্র দিয়ে ক্যানসার রোগী সেজে টাকা আদায় করা প্রতারকের কারণে প্রকৃত রোগীরা অর্থ সহায়তা থেকে বঞ্চিত হয়। আমরা থানায় অভিযোগ দিয়েছি।’ 

সুধারাম মডেল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রতারক দুজন থানা হেফাজতে রয়েছে। এজাহার দাখিল করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ