হোম > অপরাধ > চট্টগ্রাম

রিকশা থেকে নামিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় এক পোশাকশ্রমিককে রিকশা থেকে নামিয়ে ছয় যুবক দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধারসহ অভিযান চালিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে।

গত রোববার দিবাগত রাত দেড়টায় ওই এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে একটি ভাসমান টংঘরে ওই নারী ধর্ষণের শিকার হন বলে জানা গেছে। পরে এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের হয়। এরপর গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত পুলিশ পাঁচলাইশ, ডবলমুরিং ও আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় যুবককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফারুক হোসেন, আব্দুর রহমান, আরিফ, সাইফুল ইসলাম ওরফে শান্ত, আব্দুল খালেক ও মোহাম্মদ হোসেন।

এ বিষয়ে আজ মঙ্গলবার খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘জিইসি ফ্লাইওভারের নিচ দিয়ে একটি রিকশাযোগে ওই নারী বাসায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন ব্যক্তি রিকশার গতিরোধ করে ওই নারীকে নামায়। পরে তাঁকে সেখানে একটি অস্থায়ী টংঘরের ভেতরে নিয়ে ছয়জন মিলে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে রিকশাচালক আবদুল হান্নান জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। পরে ওই এলাকায় থাকা টহল টিম ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধারের পাশাপাশি তিনজনকে আটক করে। এ ছাড়া মেয়েটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ওসিসিতে ভর্তি করায়।’

ওসি বলেন, ‘এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের পাঁচলাইশ, ডবলমুরিং ও আকবরশাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত সব আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে