হোম > অপরাধ > চট্টগ্রাম

নার্স সেজে নবজাতক চুরি, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নার্স সেজে ক্লিনিক থেকে নবজাতক চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানার পুলিশ। আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। 

চুরি হওয়া ওই নবজাতক আনোয়ারা উপজেলার গহিরা এলাকার মো. শহিদ ও তাসমিন আক্তার দম্পতির সন্তান। 

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার মমতা মাতৃসদন ক্লিনিকে নবজাতকটির জন্ম হয়। এরপর গত রোববার বিকেলে নার্স সেজে এক নারী ওই শিশুকে ইনজেকশন দেওয়ার কথা বলে ক্লিনিকের নিচতলায় নিয়ে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষার পরও শিশুটিকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে না আনায় পরিবারের লোকজন নিচতলায় গিয়ে খোঁজাখুঁজি করেন, কিন্তু ওই নারীকে আর পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়। ফুটেজে দেখা যায়, ওই নারী নবজাতকটিকে নিয়ে ক্লিনিক থেকে বেরিয়ে যাচ্ছেন। পরে তাঁরা থানার পুলিশে বিষয়টি অবহিত করেন। 

এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার বেলা ৩টার দিকে মমতা মাতৃসদন ক্লিনিক থেকে কৌশলে নবজাতকটি নিয়ে পালিয়ে যান এক নারী। বিষয়টি হাসপাতালের সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। অভিযোগ পেয়ে পুলিশ নবজাতকটিকে উদ্ধারে কাজ শুরু করে। পরে আজ ভোরে আনোয়ারা উপজেলার এক তৈরি পোশাকশ্রমিকের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘নবজাতক চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকায় এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, লালন-পালনের জন্য তাঁরা নবজাতকটিকে চুরি করেছিলেন। 

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি