হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবু বকর (৩৫) নামে এক যুবককে পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শারমিন এ ঘটনা ঘটান। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তাঁর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং হত্যার চেষ্টা করেন শাহজাহান ও তাঁর স্ত্রী শারমিন । এ সময় আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত আবু বকরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আবু বকরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী জানান, শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার-পাঁচ মাস আগে দেশে আসেন। আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে। 

ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।’ 

মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার

বিএনপির প্রার্থীকে জামায়াত মনোনীত উল্লেখ নির্বাচন কর্মকর্তার ছকে