হোম > অপরাধ > চট্টগ্রাম

চাঁদপুরে যুবকের পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আবু বকর (৩৫) নামে এক যুবককে পুরুষাঙ্গ কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে । গত শুক্রবার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের নইমুদ্দিন মিজি বাড়িতে ডেকে এনে শাহজাহান নামে এক ব্যক্তি ও তাঁর স্ত্রী শারমিন এ ঘটনা ঘটান। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন বালা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু বকরকে পাশের বিলে নিয়ে গিয়ে তাঁর হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং হত্যার চেষ্টা করেন শাহজাহান ও তাঁর স্ত্রী শারমিন । এ সময় আবু বকরের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। আহত আবু বকরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী-স্ত্রী পালিয়ে যান। পরে আবু বকরকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বহরী গ্রামের একাধিক ব্যক্তি এবং ওই ওয়ার্ডের মেম্বার কামাল গাজী জানান, শাহজাহান দীর্ঘদিন প্রবাসে থাকার পর চার-পাঁচ মাস আগে দেশে আসেন। আবু বকরদের সঙ্গে ডিঙ্গাভাঙ্গা গ্রামের শাহজাহান মিজিদের দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলছে। 

ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ প্রধান বলেন, ‘আমার ইউনিয়নে এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, ছেলেটা যেন সুস্থ হয়ে যায়।’ 

মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা