হোম > অপরাধ > চট্টগ্রাম

বেগমগঞ্জে ২টি বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়েল (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েল শীর্ষ সন্ত্রাসী টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড বলে জানিয়েছে পুলিশ। 

গত বৃহস্পতিবার দিবাগত রাত রাত সাড়ে ৩টার দিকে বেগমগঞ্জের আলাইয়াপুরের হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আজ শুক্রবার বেলা ১১টায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। গ্রেপ্তারকৃত জুয়েল আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আবদুর রবের ছেলে। 

পুলিশ সুপার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশের একাধিক দল। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাত সাড়ে ৩টার দিকে আলাইয়াপুরের হাসান আলী মিঝি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল বোরকা পরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে গ্রেপ্তার করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল