হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে দুই সৎভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আল শফিউল ইসলাম ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদি হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে শফিউল ইসলাম ছোটনকে আসামি করে ওই দিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনজীবী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. কাইমুল হক রিংকু।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১