হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে দুই সৎভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আল শফিউল ইসলাম ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদি হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে শফিউল ইসলাম ছোটনকে আসামি করে ওই দিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনজীবী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. কাইমুল হক রিংকু।

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি