হোম > অপরাধ > চট্টগ্রাম

কুমিল্লায় ২ ভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণে দুই সৎভাইকে হত্যার দায়ে আরেক ভাইয়ের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার এ রায় দেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নম্বর আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আল শফিউল ইসলাম ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি সদর দক্ষিণের রসুলপুর গ্রামের ছোটন তাঁর দুই সৎভাই মেহেদি হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলা চেপে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতদের মা রেখা বেগম বাদী হয়ে শফিউল ইসলাম ছোটনকে আসামি করে ওই দিনই কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করেন। গ্রেপ্তারের পর আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আইনজীবী নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী রাষ্ট্রীয় কৌঁসুলি (এপিপি) নজরুল ইসলাম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মো. কাইমুল হক রিংকু।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ