চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ট্রেনের দুই চালক আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পাহাড়তলীর কৈবল্যধাম এলাকায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক কর্মচারী সমিতির তথ্য প্রাচার ও প্রকাশনা সম্পাদক মীর এবিএম শফিকুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কৈবল্যধাম স্টেশন ছেড়ে যাওয়ার সময় হঠাৎ কে বা কারা পাথর নিক্ষেপ করে। এতে লোকো নম্বর ২৭০৬-এর সামনের গ্লাস (এলএম সাইটের) সম্পূর্ণ ভেঙে ক্যাব রুমে প্রবেশ করে। কাচের আঘাতে ওই দুজন সামান্য আহত হয়েছে। সৌভাগ্যক্রমে বড় বিপদ থেকে বেঁচে গেছেন তাঁরা।’