হোম > অপরাধ > চট্টগ্রাম

পাহাড় কেটে রাস্তা নির্মাণ, জমি ভরাটে মাটি বিক্রি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে বানানো হচ্ছে রাস্তা। এক্সকাকাভেটর (খননযন্ত্র) দিয়ে রাস্তার দুপাশে খাঁড়া পাহাড় কেটে এসব মাটি জমি ভরাটে বিক্রি করা হচ্ছে। উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকায় রশিদ আহমদ সড়কের সংস্কারকাজের অজুহাতে আশপাশে পাহাড় কেটে মাটি বিক্রির করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

গতকাল বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামীণ রাস্তাটি বন্ধ করে খননযন্ত্র দিয়ে পাহাড় কাটা হচ্ছে। জমি ভরাটের জন্য মাটি অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সেখানে যাওয়ার পর খননযন্ত্রের চালক মো. মোজাম্মেল মাটি কাটা বন্ধ রাখেন।

এ বিষয়ে খননযন্ত্রের চালক মো. মোজাম্মেল বলেন, ‘স্থানীয় মো. নজরুল নামে এক ব্যক্তি সড়ক নির্মাণে মাটি কাটার জন্য খননযন্ত্রটি ভাড়া করে এনেছেন।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েক ব্যক্তি জানান, রাস্তা নির্মাণে খাঁড়া করে পাহাড় কাটার কোনো মানে হয় না। রাস্তা নির্মাণের অজুহাতে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছে। তা ছাড়া গ্রামের ভেতরে চলাচলের বিকল্প রাস্তা রয়েছে।

ঘটনার সময় মো. নজরুল ও মো. সোলাইমান নামে দুই ব্যক্তি ওই স্থানে আসেন। তাঁরা বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অনুমতি নিয়ে মাটি কাটা হচ্ছে। মূলত সড়ক নির্মাণের জন্য স্থানীয় লোকজনের সহযোগিতায় মাটিগুলো কাটা হচ্ছে।’ মাটি কাটার অনুমতিপত্র দেখাতে বললে নজরুল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে রাস্তা নির্মাণের জন্য মাটি কাটার জন্য অনুমতি নিতে ২০১৮ সালে করা আবেদনের একটি কাগজ দেখান। ওই কাগজে সাত ব্যক্তির স্বাক্ষর ও দুজনের সুপারিশ রয়েছে।

পাহাড় কেটে রাস্তা করার বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। পাহাড় কাটার বিষয়ে খোঁজ নিয়ে অভিযান চালানো হবে।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ