হোম > অপরাধ > চট্টগ্রাম

সুবর্ণচরে মা-মেয়েকে ধর্ষণ: প্রধান আসামি ৪ দিনের রিমান্ডে

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ও সাবেক সদস্য আবুল খায়ের মুন্সির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। 

এর আগে বুধবার আদালতে ওই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন। পরে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মুন্সি মেম্বার বর্তমানে জেলা কারাগারে রয়েছেন। রিমান্ডের অর্ডার কপি পাওয়ার পর চার দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে চরজব্বার থানায় নেওয়া হবে। ইতিমধ্যে এ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত সোমবার রাত ২টার দিকে ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করেন একজন। পরে তিনি ঘরের দরজা খুলে দিলে আরও দুজন ভেতরে প্রবেশ করেন। এঁদের মধ্যে দুজন গৃহবধূকে এবং একজন পাশের কক্ষে তার ১২ বছরের মেয়েকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই গৃহবধূর হাত-পা ও মুখ বেঁধে ঘরে থাকা স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে যান। গভীর রাতে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে গৃহবধূর বাঁধন খুলে দেন। পরে তাঁরা জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে চরজব্বার থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।

আরও পড়ুন:

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার