হোম > অপরাধ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে জেলা জামায়াতের আমিরসহ ৩ নেতা জেলহাজতে

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ আদেশ দেন।

বাকি আসামিরা হলেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ও বর্তমানে নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ ও সাবেক জয়েন্ট সেক্রেটারি নুরুল হুদা।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের ২৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে পাঁচজনের নামে মামলা দায়ের করে পুলিশ। আজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। এর আগে তাঁরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মহসিন কবির মুরাদ বলেন, এটি একটি সাজানো মামলা। এ মামলায় হাইকোর্ট থেকে তাঁরা চার সপ্তাহের জামিনে ছিলেন। তাঁরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়া হবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল