হোম > অপরাধ > চট্টগ্রাম

রামগড়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে খাগড়াছড়ির রামগড়ে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার গ্রেপ্তার ছেলে মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল শনিবার রাত ১০টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।  

এ ঘটনায় নিহত ওই মায়ের নাম রহিমা বেগম (৫৯)। তিনি চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত আবদুল জলিলের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. ইব্রাহিম তাঁদের বড় ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রহিমার সঙ্গে ছেলে ইব্রাহিমের প্রায়ই পারিবারিক কলহ হতো। গতকাল রাতে ছেলের বউকে নিয়ে রহিমার সঙ্গে আবারও কথা-কাটাকাটি হয় ইব্রাহিমের। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত করেন ইব্রাহিম। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনকে পুলিশকে খবর দিলে রাতেই নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

রহিমার মেজো ছেলে সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সময় বাড়িতে তাঁর মা ও বড় ভাই ছাড়া কেউ ছিলেন না। তিনি তাঁর মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম তাঁর মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। 

ওসি আরও জানান, এ ঘটনার পর পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প