হোম > অপরাধ > চট্টগ্রাম

রামগড়ে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

পারিবারিক কলহের জের ধরে খাগড়াছড়ির রামগড়ে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার গ্রেপ্তার ছেলে মো. ইব্রাহিমকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে গতকাল শনিবার রাত ১০টায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় এই হত্যাকাণ্ড ঘটে।  

এ ঘটনায় নিহত ওই মায়ের নাম রহিমা বেগম (৫৯)। তিনি চৌধুরীপাড়ার বাসিন্দা মৃত আবদুল জলিলের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত মো. ইব্রাহিম তাঁদের বড় ছেলে। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রহিমার সঙ্গে ছেলে ইব্রাহিমের প্রায়ই পারিবারিক কলহ হতো। গতকাল রাতে ছেলের বউকে নিয়ে রহিমার সঙ্গে আবারও কথা-কাটাকাটি হয় ইব্রাহিমের। একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি মারধর ও মাথায় আঘাত করেন ইব্রাহিম। এতে ঘটনাস্থলেই রহিমার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনকে পুলিশকে খবর দিলে রাতেই নিহত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। 

রহিমার মেজো ছেলে সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সময় বাড়িতে তাঁর মা ও বড় ভাই ছাড়া কেউ ছিলেন না। তিনি তাঁর মায়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন। 

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম তাঁর মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন। 

ওসি আরও জানান, এ ঘটনার পর পুলিশ ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ