হোম > অপরাধ > চট্টগ্রাম

১১ কোটি টাকার মাদক ফেলে পালালেন দুই পাচারকারী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধে মাদকদ্রব্য ফেলে পালিয়েছেন দুই পাচারকারী। এ সময় ঘটনাস্থল থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

রোববার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান প্রবেশের খবরে ওই স্থানে অবস্থান নেয় বিজিবির টহল দল। ওই দুই মাদক কারবারি মিয়ানমার থেকে শূন্য লাইন পার করে বাংলাদেশের অভ্যন্তরে লবণমাঠে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাঁদের ধরতে গেলে মাদকদ্রব্যের পোঁটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উদ্ধার করা পোঁটলা থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ