হোম > অপরাধ > চট্টগ্রাম

১১ কোটি টাকার মাদক ফেলে পালালেন দুই পাচারকারী

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর বেড়িবাঁধে মাদকদ্রব্য ফেলে পালিয়েছেন দুই পাচারকারী। এ সময় ঘটনাস্থল থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ২৪ লাখ টাকা বলে জানায় বিজিবি।

রোববার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বেড়িবাঁধ থেকে এসব মাদক উদ্ধার করে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি-২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের চালান প্রবেশের খবরে ওই স্থানে অবস্থান নেয় বিজিবির টহল দল। ওই দুই মাদক কারবারি মিয়ানমার থেকে শূন্য লাইন পার করে বাংলাদেশের অভ্যন্তরে লবণমাঠে প্রবেশ করে। এ সময় বিজিবির টহল দল তাঁদের ধরতে গেলে মাদকদ্রব্যের পোঁটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। উদ্ধার করা পোঁটলা থেকে ২ দশমিক ১২৮ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

তিনি আরও বলেন, উদ্ধার করা এসব মাদকদ্রব্য বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বাবাকে মারধরের অভিযোগ এমপি প্রার্থীর বিরুদ্ধে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামে আর্মড পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অপহরণ মামলায় বন্দী ৭ বছরের শিশুকে আদালতের আদেশে মুক্তি

আয়ে ২ কোটি টাকার গরমিল, সাবেক মন্ত্রীর এপিএস নুর খানের বিরুদ্ধে দুদকের মামলা

আনোয়ারায় প্রাণিসম্পদ হাসপাতালে চুরি, নিয়ে গেছে সিসি ক্যামেরার ডিভিআরও

কর্ণফুলীতে আগুনে পুড়ল তিনটি ঘর

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে দোকানের কর্মচারীর মৃত্যু

চট্টগ্রামে সন্ত্রাসী বুইশ্যার সহযোগী ইমন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন, চট্টগ্রামে ‘পাহাড়খেকো’ জসিমের বিরুদ্ধে দুদকের মামলা